Type to search

Lead Story রাজনীতি

খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মারতে চান

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ বলেছেন,বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা অতি সঙ্গীন। তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, উনাকে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়েছে। এখন তাকে এদেশে চিকিৎসা দেয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই। বেগম জিয়ার জীবন রক্ষা করতে হলে অতি দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। তা না হলে তাকে বাঁচানো যাবে না। এটা শুধু দলের আবেদন নয়, এই আবেদন দেশের কোটি কোটি মানুষের। এই আবেদন দেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের। শেখ হাসিনা বেগম জিয়ার এমন সংকটাপন্ন অবস্থার কথা জানেন। কিন্তু তিনি ভয়েস অব আমেরিকাকে যে সাক্ষাতকার দিয়েছেন তাতে স্পস্ট যে, শেখ হাসিনা বন্দী অবস্থায় খালেদা জিয়াকে হত্যা করতে চান।একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা ৭৮ বছর বয়সী চারবারের প্রধানমন্ত্রী এবং সর্বোচ্চ সম্মানীত নারীকে নিয়ে প্রতিহিংসার রাজনীতির চরম কদর্য অমানবিকতা প্রদর্শন করছেন শেখ হাসিনা।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে যখন মিথ্যা মামলায় গণভবনের রায়ে সাজা দিয়ে জেলে ভরা হয় তখন তিনি সুস্থ ছিলেন। তাকে পোকা মাকড়ের ভেতর স্যাতস্যাতে অন্ধকার প্রকোস্টে রেখে অর্ধমৃত করা হয়েছে। সন্দেহ হয় তাকে বিষ প্রয়োগও করা হয়েছে। তার লিভার নষ্ট হয়ে গেছে।চোখ অসুস্থ, তার কিডনি ক্ষতিগ্রস্ত, তার উচ্চমাত্রার ডায়াবেটিস, তার হৃদরোগ, তার রিং পরানো আছে। এত বেশি অসুস্থ সাবেক চারবারের প্রধানমন্ত্রী। অথচ চিকিৎসা করার সুযোগ নেই। আর আপনি (শেখ হাসিনা) গোটা আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারার চক্রান্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিয়ে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও তিনি (শেখ হাসিনা) বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছেন না। তার কিছু হলে শেখ হাসিনার অস্তিত্ব থাকবে না।

বিএনপি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকেলে উপজেলার ঘাগটিয়া চালাওয়েল ফেয়ার ক্লাব মাঠে মরহুম নেতা আ স ম হান্নান শাহ সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ সব কথা বলেন। বিএনপি গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান রতন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির খান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান শাহ, ডা. মাজহারুল আলম, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, আপনি ৩৬ দিন আলটিমেটাম দিয়েছেন, বিএনপিকে সঠিক পথে আসতে বলেছেন, না হলে খবর আছে, হাত-পা ভেঙে দেওয়া হবে। আমি বলি, আপনি কার হাত-পা ভাঙবেন, জনগণ আমাদের সঙ্গে। পুলিশ দিয়ে বাধা দেন, র‌্যাব দিয়ে বাধা দেন। আপনারা যা বলবেন, তার ওল্টো হবে।

তিনি বলেন, নিশিরাতের সরকারকে বিদায় নিতে হবে। অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিন। এটা এখন জনগণের প্রাণের দাবি।

রুহুল কবির রিজভী বলেন,আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক চাপে পড়েছে। কিছুদিন আগেও পালানোর পথ ছিল। কিন্তু আজ আন্তর্জাতিক পর্যায়ে যে অবস্থা হয়েছে, তাতে পালানোর সব পথ বন্ধ হয়ে গেছে।-ইত্তেফাক

এবিসিবি/এমআই

Translate »