ভারতে করোনায় রেকর্ড ১০৯২ জনের মৃত্যু, শনাক্ত ৬৪ হাজার ৫৩১ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সবচেয়ে বেশি ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ সংখ্যা। ভারতে এ পর্যন্ত মোট ৫২ হাজার ৮৮৯ জন করোনাভাইরাস রোগীর মৃত্যু হয়েছে।
দেশটির সরকারি সূত্রে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৫৩১ জন নতুন করে পজিটিভ হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জন।
করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৮৭০ জনে পৌঁছেছে। এর ফলে বর্তমানে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৫১৪ জন। করোনায় সুস্থতার হার বেড়ে ৭৩.৬৪ শতাংশ হয়েছে এবং মৃত্যু হার কমে ১.৯১ শতাংশে দাঁড়িয়েছে।
ভারতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে শনাক্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সূত্র বলছে, মঙ্গলবার (১৮ আগস্ট) ৮ লাখ ১ হাজার ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভারতে ১৮ আগস্ট পর্যন্ত মোট ৩ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।