নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা
নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় বন্ধে এবং বিশিষ্ট একজন খ্রিষ্টান ধর্মযাজককে কারাগারে পাঠানোর ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনে তাদের ভূমিকা জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত রয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে সুশীল সমাজকে অবদমিত করা এবং সেন্ট্রাল আমেরিকান ইউনিভার্সিটির (ইউসিএ) মতো প্রতিষ্ঠান বন্ধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার কঠোর সমালোচক হিসেবে পরিচিত বিশপ রোল্যান্ডো আলভারেজকে গত বছর ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সহিংস প্রচারণা, অন্যায়ভাবে আটক এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সীমিতকরণে সম্পৃক্ততা রয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রায়ান নিকোলস সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টে বলেন, ‘আমরা নিকারাগুয়ায় বিশপ আলভারেজের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি এবং পদ্ধতিগত দমন-পীড়নের অবসানের আহ্বান জানাচ্ছি।’
এই মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানতে নিকারাগুয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এবিসিবি/এমআই