Type to search

খেলাধুলা

বিরাট কোহলি ১২ বছরে ৭০ সেঞ্চুরি করে ইতিহাসের পাতায়

এখন থেকে ঠিক ১২ বছর আগে আজকের এই দিনে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। অভিষেকের মাত্র এক যুগের ব্যবধানেই ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

ক্রিকেট ক্যারিয়ারে কোহলির এক যুগ পূর্তিতে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) এক টুইট বার্তায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) লেখে- ২০০৮ সালে আজকের দিনে তরুণ বিরাট কোহলি ভারতের জার্সিতে প্রথম খেলতে নেমেছিলেন। পরের ঘটনা ইতিহাস তার।

সত্যিই ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। মাত্র ১২ বছরে দেশের হয়ে তিনি ৮০ টেস্ট, ২৪৮ ওয়ানডে আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭০টি সেঞ্চুরির সাহায্যে ২১ হাজার ৯০১ রান করেছেন।

ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন, বিরাট কোহলি এভাবে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারলে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শচীন টেন্ডুলকার। তিনি এই রেকর্ড গড়তে খেলেন ২৫ বছর।

Translate »