দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে সরকার দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা ও গ্রেপ্তার করে কারাগার ভরে ফেলছে সরকার। কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই।
রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচির এ অভিযোগ করেন। বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং জামিন না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদও জানান মির্জা ফখরুল।
গত ২৯ জুলাই রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালতে আগাম জামিন শুনানি শেষে বাসায় ফেরার পথে সালাহ উদ্দিন আহমেদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। শুনানি শেষে উচ্চ আদালত নির্দেশনা দেন- রোববার জামিনাদেশ দেওয়া হবে। কিন্তু এ সময়ের মধ্যে হয়রানি না করতেও বলা হয়। কিন্তু সালাহউদ্দিন আহমেদকে আটক করার পরও রোববার এ নিয়ে কোনো পর্যবেক্ষণ না দেওয়ায় হতাশা প্রকাশ করেন তার আইনজীবীরা।
মির্জা ফখরুল বলেন, সালাহ উদ্দিনকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার ঘটনা সরকারের ভয়াবহ দুঃশাসনের আরও একটি বহিঃপ্রকাশ। দেশে আইনের শাসনের ন্যূনতম প্রয়োগ নেই বলেই মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকিতে। তবে সরকারের চলমান অপশাসন থেকে রেহাই পেতে জনগণ এখন রাজপথের আন্দোলনকে তীব্র করতে সম্মিলিতভাবে রাস্তায় নেমে আসছেন।
বিএনপি মহাসচিব বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।-সমকাল
এবিসিবি/এমআই