Type to search

আন্তর্জাতিক

ভারতে করোনায় আক্রান্ত ২৭ লাখ, সুস্থ হয়েছেন সাড়ে ১৯ লাখ ও মৃত্যু ৫১ হাজার ৭৯৭ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫ হাজার ৭৯ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে পজিটিভ রোগীর সংখ্যা ২৭ লাখ ২ হাজার ৭৪২ জনে দাঁড়ালো। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

তবে আশার সংবাদ, দেশটিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। এতে ভারতে সুস্থতার হার ৭৩ দশমিক ১৮ শতাংশ দাঁড়িয়েছে।

এছাড়া গত একদিনে দেশটিতে করোনাভাইরাসে ৮৭৬ জন মারা গেছে। মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৭৯৭ জন।

বিশ্বে করোনা রোগী আক্রান্তের দিক দিয়ে ভারতের অবস্থান তৃতীয়।

ভারতে করোনাভাইরাস সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই শনাক্ত ৬লাখ ছাড়িয়েছে। মারা গেছে ২০ হাজারের বেশি জনগন।

এরপরে করোনা শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয়তে রয়েছে তামিল নাড়ু। এই রাজ্যে শনাক্ত রোগী প্রায় সাড়ে ৩ লাখ। ৫ হাজার ৮৮৬ জনের মৃত্যু হয়েছে।তালিকার তৃতীয়তে অবস্থান অন্ধ্রপ্রদেশ।

Translate »