নিউইয়র্কে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। স্থানীয় সময় শনিবার (২২ জুলাই) বিকালে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ যে নাগরিক সুবিধা পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে নৌকায় ভোট দিয়ে তারা শেখ হাসিনাকে পঞ্চম বারের প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানাবেন। সেই তাগিদে আমরা উন্নয়ন ও শান্তির সমাবেশ করছি।
তিনি বলেন, দেশ ও বিদেশে অনেকে অশান্তি তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচালের অভিপ্রায়ে নানা কথা বলছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সৈনিকেরা কখনোই শান্তি নস্যাতের সুযোগ দেবে না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ও মহিউদ্দিন দেওয়ানের যৌথ পরিচালনায় র্যালিতে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপকি অধ্যাপিকা মমতাজ শাহনাজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কার্যকরী সদস্য খোরশেদ খন্দকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, যুবলীগ নেতা সেবুল মিয়া, মাসুদুর রহমান প্রমুখ।
এবিসিবি/এমআই