বেলজিয়ামের ব্রাসেলসে ‘বাংলাদেশ-ইইউ সহযোগিতা’ শীর্ষক সম্মেলন
ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ (ইআইএএস) ও স্টাডি সার্কেল লন্ডনের যৌথ আয়োজনে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা: সুযোগসমূহ এবং বেঙ্গল টাইগার ইকোনমি’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যকার ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি বাংলাদেশের অনন্যসাধারণ উন্নয়নের অন্তর্নিহিত প্রভাব অন্বেষণ করা হয় এবং ভবিষ্যতে উভয় অংশীদারের মধ্যে বিস্তৃত সহযোগিতার সুযোগগুলো মূল্যায়ন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইআইএএস ডিরেক্টর লিন গোথালস। বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এতে অংশগ্রহণ করেন।
স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেদ আলী সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে ‘বাংলাদেশ: অদম্য উন্নয়ন যাত্রা’ শীর্ষক তাদের সাম্প্রতিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে আলোচনায় অংশ নেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হোসেন সালেহ, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মিলান জভের, ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের প্রধান রেনসজি তিরিঙ্ক, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক জন করনেট ডি’এলজিয়াস ও বাংলাদেশের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
বাংলাদেশ: অদম্য উন্নয়ন যাত্রা’ শীর্ষক গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে সৈয়দ মোজাম্মেদ আলী বলেন, বাংলাদেশকে একসময় ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হতো, আর এ বিষয়টি বিবেচনায় নিলে বাংলাদেশে যে রূপান্তর ঘটেছে তা এক কথায় বিস্ময়কর।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতি, ২০২২ সালে দেশটির মোট জিডিপি ছিল ৪৮০ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির অর্থনীতি ব্যাপকভাবে কৃষির ওপর নির্ভরশীল। সামগ্রিকভাবে, একটি ছোট দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের বসবাস, যেখানে শুধুমাত্র ঢাকার জনসংখ্যাই ২ কোটি ৩০ লাখ। ইউরোপে বসবাসকারী প্রায় ৬ লাখ বাংলাদেশি বহির্বিশ্বের কাছে তাদের সংস্কৃতি, বাণিজ্য ও রন্ধনশৈলী তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সৈয়দ মোজাম্মেদ ইইউ ও বাংলাদেশের মধ্যে আরও সহযোগিতার জন্য অগ্রাধিকারগুলো নিয়েও আলোচনা করেন। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য ২৫ কোটি ইউরো পাওয়া গেলেও অংশীদার ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মধ্যে আরও সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। পরিশেষে তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে বিস্তৃত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সম্মেলনে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ উল্লেখ করেন, নিজেদের মধ্যে অংশীদারিত্বকে জোরদার করতে ইইউ ও বাংলাদেশ এই বছরের মধ্যে ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’ (পিসিএ)-এর জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। ইইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এই পদক্ষেপকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের অর্থনৈতিক ও শিল্পগত দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক নিয়োজিত রয়েছে, যাদের ৬০ শতাংশই নারী। পোশাক শিল্প খাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ইইউ-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের গুরুত্বও তুলে ধরেন।
অ্যাডভোকেট তারানা হালিম বাংলাদেশের জনগণকে একটি উচ্চ দক্ষ জনশক্তিতে পরিণত করার এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অ্যাডভোকেট তারানা হালিম বাংলাদেশের জনগণকে একটি উচ্চ দক্ষ জনশক্তিতে পরিণত করার এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য নাহিম রাজ্জাক তার বক্তব্যে ইইউ-বাংলাদেশ সম্পর্ক যে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে তা উল্লেখ করেন। তিনি ইইউ ও বাংলাদেশের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধির জন্য তিনটি প্রধান ক্ষেত্র চিহ্নিত করেন। এগুলো হলো‒ ব্যবসা-বাণিজ্য, ভূ-রাজনীতি ও বৈশ্বিক সহযোগিতা।
প্রশ্নোত্তর অধিবেশনে বাংলাদেশের শাসন ব্যবস্থা, শ্রম সমস্যা, বাণিজ্য নীতি, জলবায়ু পরিবর্তন, দক্ষ শ্রম উন্নয়ন, আইন ও প্রবিধানের বাস্তবায়ন এবং সম্ভাব্য অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয়। এ ছাড়াও এলডিসিভুক্ত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তোরণ, মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশে নতুন করে ‘ব্র্যান্ডিং’-এর প্রয়োজনীয় নিয়েও সম্মেলনে আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
এবিসিবি/এমআই