আমেরিকার ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান বাংলাদেশের ওপর স্পষ্ট হস্তক্ষেপের চেষ্টা
বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়ে আমেরিকা ও ইউরোপীয় রাজনীতিবিদদের উদ্বেগ প্রকাশকে নবঔপনিবেশিকতা এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করছে রাশিয়া।
বৃহস্পতিবার (৬ জুলাই) এক টুইটে এসব তথ্য জানায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
টুইটে বলা হয়, আমরা লক্ষ্য করছি যে, কিছু ইউরোপীয় এবং আমেরিকান রাজনীতিবিদ বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়ে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটি হলো-নবঔপনিবেশিকতা এবং একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের চেষ্টা।
এবিসিবি/এমআই