Type to search

Lead Story সারাদেশ

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৩

জেলা প্রতিনিধিঃ সিলেটের নজিরবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ বুধবার (৭ জুন) সকাল ৬টার দিকে সিলেটের নাজিরবাজার বাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতদের অধিকাংশই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তারা হলেন- সুনামগঞ্জের আলীনগরের শিশু মিয়ার ছেলে হারিছ মিয়া (৫৫), দিরাই ভাটিপাড়ার সিরাজ মিয়ার ছেলে মো. সৈয়ব আলী (২৭), একই এলাকার বাদশা মিয়া (২৫), দিরাই মধুপুর এলাকার সুনাই মিয়ার ছেলে সাধু মিয়া (৪০), দিরাই ভাটিপাড়ার মৃত সজিব আলীর ছেলে রশিদ মিয়া (৫০), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাবনগাওয়ের মৃত ওয়াহাব আলীর ছেলে শাহীন মিয়া (৪০), একই উপজেলার মুরাদপুরের হারুন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬), দিরাই ভাটিপাড়ার মফিজ মিয়ার ছেলে সায়েদ নুর (৬০), শান্তিগঞ্জ তলের বনত গ্রামের মৃত আমান উল্লাহ তালুকদারের ছেলে আওলাদ হোসেন তালুকদার (৫০), দিরাই পাতাইয়া কাইম গ্রামের জসিম মিয়ার ছেলে একলিম মিয়া (৫০), একই উপজেলার গছিয়া গ্রামের বারিক উল্লাহর ছেলে সিজিল মিয়া (৫৫)। এছাড়া রয়েছেন সিলেট নগরের ৬ নং ওয়ার্ডের বাদামবাগিচা এলাকার আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম (৪০) ও নেত্রকোণার বারহাট্টা এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ হোসেন (৪২)।

প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, প্রায় ৩০ জন শ্রমিক নিয়ে পার্শ্ববর্তী ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিলো একটি পিকআপভ্যান। সকাল ৬টার দিকে নাজিরবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা ১২ জন শ্রমিক নিহত হন।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি বড় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।

সিলেট ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, পিকআপভ্যানটি ওসমানী নগরে যাওয়ার পথে নাজিরবাজার এলাকায় বিপরীতগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

এবিসিবি/এমআই

Translate »