জি-২০ সম্মেলনকে ঘিরে জম্মু কাশ্মীরে হামলার আশঙ্কা, হাইঅ্যালার্ট জারি
জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলনের পর্যটন-সংক্রান্ত বৈঠক। এই সম্মেলনকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এরই মধ্যে বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছে চীন এবং পাকিস্তান। এমনকি এই সম্মেলন বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। যদিও দুই দেশের আপত্তি নাকচ করে কাশ্মীরে বৈঠকের সূচি ঘোষণা করেছে ভারত। এছাড়া সম্মেলনকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হাইঅ্যালার্ট। —খবর নিউজ এইট্টিন।
সূত্র মতে, উচ্চপ্রযুক্তি (ওয়াইএসএমএস) ব্যবহার করে আসন্ন জি-২০ সম্মেলনে শ্রীনগরে ২৬/১১-এর মতো হামলার পরিকল্পনা কষছে লস্কর-ই তৈয়্যবা। এ অবস্থায় রাজৌরি এবং পুঞ্চে উচ্চ-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো। নিরাপত্তা সূত্রের খবর, লস্কর-ই-তৈয়্যবার জঙ্গিরা শ্রীনগরে হামলা চালানোর উদ্দেশ্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করছে। পাশাপাশি পুঞ্চ ও রাজৌরি সেক্টর দিয়ে জঙ্গিরা কাশ্মীরে ঢোকার চেষ্টাও করতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে শ্রীনগরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া সম্মেলন চলাকালে নিরাপত্তা আরো কয়েক গুণ বাড়ানো হবে। তবে কাশ্মীরের পরিস্থিতি বিভিন্ন দেশের সামনে তুলে ধরতে সেনাবাহিনী ও সরকারি ভবনে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সম্প্রতি ভারতীয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে ওয়াইএসএমএস প্রযুক্তির ব্যবহার এবং ডেটা বা কোনো টেলিকম অপারেটর ছাড়া অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সি এনক্রিপ্ট করা বার্তাগুলোর কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় সন্ত্রাসীদের শনাক্তকরণে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। তাদের মতে, সন্ত্রাসীরা ঐ প্রযুক্তিতে সজ্জিত, যা এর আগে ২০১৬ এবং ২০১৯ সালের মারাত্মক হামলায় ব্যবহৃত হয়েছিল। এছাড়া সিম কার্ড ছাড়া সন্ত্রাসীরা কীভাবে ফোন ব্যবহার করে সে বিষয়েও কর্মকর্তারা কথা বলেন।
এবিসিবি/এমআই