Type to search

অপরাধ সারাদেশ

টাঙ্গাইলে শোবার ঘরে স্ত্রী ও দুই শিশুর নিথর দেহ, পলাতক স্বামী

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে সাহেদ মিয়া নামে একজনের বিরুদ্ধে স্ত্রী ও ২ সন্তানকে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৬ মে) বিকালে উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটেছে। দেউলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামের সাহেদ মিয়া স্ত্রী মনিরা বেগম (২৭) এবং তার ২ ছেলে মুসফিক (৮) ও মাশরাফ(৩)।

স্থানীয়রা বলেন, সাহেদ একজন নেশাগ্রস্থ লোক। নেশার টাকার জন্য প্রায়ই বাড়ির লোকজনকে অত্যাচার করত। শনিবার বিকালে সাহেদ প্রতিবেশীদের ডেকে বলে, তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লোকজন আসার আগেই সে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে দেখে, সাহেদের স্ত্রী মনিরা বেগমের পা মাটিতে ঠেকানো অবস্থায় গলায় ফাঁস লাগানো। পাশেই ২ শিশুর মরদেহ পড়ে রয়েছে।

দেউলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক জানান, ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরই সাহেদ আলী পালিয়েছে।

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে খুনের প্রকৃত রহস্য জানা যাবে।

এবিসিবি/এমআই

Translate »