Type to search

সারাদেশ

নওগাঁয় বাস-পিকআপ সংঘর্ষ: মৃত্যুর সংখ্যা বেড়ে ৪

জেলা প্রতিনিধিঃ নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত চিকিৎসাধীন অবস্থায় আরও ২ যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

রামেক চিকিৎসাধীন অবস্থায় নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার আফাজ উদ্দিন (৩২) এবং বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার সারপুকুর বকুল হোসেন (২০)।

এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। আহতরা বগুড়া, রাজশাহী, ও নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার চকগৌরীহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

টনার সময় ঘটনাস্থলে নওগাঁর মহাদেবপুর উপজেলার জয়পুরডাঙ্গাপাড়া (পশ্চিমপাড়া) এলাকা মৃত সমসের আলীর ছেলে ও পিকআপ চালক হারুন অর রশিদ হারুন বাঘা (৪৬) ও নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর পিকআপের যাত্রী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সারপুকুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মজিবর রহমান (৫৮) নিহত হন।

আহতদের মধ্যে আরও ৫-৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানান্তদের মধ্যে রামেক চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে আফাজ উদ্দিন এবং শুক্রবার সন্ধ্যায় বকুল হোসেনের মৃত্যু হয়। এ নিয়ে এ সড়ক দূর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।

আরও ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, হতাহতরা অধিকাংশ বগুড়ার আদমদিঘী, দুপচাঁচিয়া এবং নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা। তারা ক্ষুদ্র ব্যবসায়ী। ঢাকা যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাস চালক পলাতক থাকায় এখন পর্যন্ত বাস চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আটকের অভিযান চলছে। তার বাড়ির দিনাজপুর।

এবিসিবি/এমআই

Translate »