প্রধানমন্ত্রীর আমেরিকা সফর: আ’লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তেজনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদরদপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা করেছে। এ নিয়ে নেতাকর্মীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ আয়োজন উপলক্ষে দফায় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা।
আগামীকাল শুক্রবার ওয়াশিংটন ডিসির ডুলাস বিমানবন্দরে শেখ হাসিনার অবতরণের কথা রয়েছে। তাঁর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ শান্তি সমাবেশ আয়োজন করেছে। একই সময় বিএনপির প্রতিরোধ কর্মসূচি ঘোষণায় উত্তেজনা ছড়িয়েছে।
আগামী ১ মে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সদরদপ্তরে ঋণদানকারী সংস্থাটির সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া ‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক সেমিনারে তিনি একটি নিবন্ধ উপস্থাপন করবেন। ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বক্তৃতা করবেন।
এবিসিবি/এমআই