কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু, আহত ২

জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের সদর উপজেলায় প্রাইভেটকার ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ ৪জনের মৃত্যু হয়েছেন। এছাড়াও শিশুসহ আরও ২জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের স্পিনিং মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্য ব্যক্তিরা হলেন- যাত্রী মজিবুর রহমান (৫৫), তার স্ত্রী বিলকিস বেগম (৪৫) ও ছেলে বিল্লাল হোসেন (২৫)। পরিচয় জানা যায়নি প্রাইভেটকার চালকের।
কুড়িগ্রাম সদর থানার এসআই মো. শাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, সকালে আরডিআরএস বাজার এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের ৫ যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই প্রাইভেটকারচালক ও বিল্লাল মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে বিলকিস মজিবারের মৃত্যু হয়। আহত ১জনের অবস্থা আশঙ্কাজনক।