Type to search

Lead Story আন্তর্জাতিক

আদালতকক্ষে ডোনাল্ড ট্রাম্প, দোষ অস্বীকার

নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের আদালতে অবস্থান করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে ৩৪ টি অভিযোগ আনা হয়েছে। তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

বিবিসি বলছে, আদালতকক্ষে ট্রাম্পকে তার আইনজীবীর সংঙ্গেবসে থাকতে দেখা যাচ্ছে।

দেশটির স্থানীয় সময় আজ মঙ্গলবার ট্রাম্প নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। তবে তাকে হাতকড়া পরানো হয়নি।

২০১৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ দেয়ার ঘটনা তদন্তের জের ধরে ওঠা  মামলায় নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পকে গ্রেফতার দেখানো হয়েছে।

মার্কিন ইতিহাসে তিনি একমাত্র সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের মুখোমুখি হয়েছেন।

বিবিসি বলছে, আদালতকক্ষে ট্রাম্পকে তার আইনজীবীর সঙ্গে থাকতে দেখা যাচ্ছে।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। তবে তাকে হাতকড়া পরানো হয়নি।

এবিসিবি/এমআই

Translate »