Type to search

সারাদেশ

ট্রাকচাপায় চিকিৎসকসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ মাগুরার শালিখার আড়পাড়া এলাকায় ট্রাকচাপায় চিকিৎসকসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে মাগুরা ও যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শালিখার জুনারী এলাকার মুহম্মদ মোল্লার ছেলে ও দন্ত চিকিৎসক সাহাবুর রহমান (৪৫) এবং একই এলাকার শামীমুর মোল্লার ছেলে ও দোকানের কর্মচারী শাকিব হোসেন (২৩)।

পুলিশ ও নিহতদের পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে শালিখার আড়পাড়া বাজার থেকে সাহাবুর ও শাকিব মোটরসাইকেলে করে শালিখার জুনারী গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে আড়পাড়ায় একটি কাভার্ড ভ্যানকে সাইড দিতে গেলে অপর একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।

শালিখা থানার ওসি মোশারফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুর ২৫০ শর্য্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দসহ ট্রাক চালককে আটক করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »