বাংলাদেশ বিজনেস সামিটের সাফল্য কামনা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিজনেস সামিট এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফবিসিসিআই) এর সুবর্ণ জয়ন্তী উদযাপনের সফলতা কামনা করেছেন।
আজ ১১ মার্চ থেকে ১৩ মার্চ তিনদিন ব্যাপী এই সামিট ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী বাণীতে ১১ মার্চ থেকে ১৩ মার্চ পযর্ন্ত ঢাকায় বাংলাদেশ বিজনেস সামিট এবং এফবিসিসিআই’র সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বাণীতে ইভেন্টে যোগদানকারি দেশের নাগরিক, প্রবাসী এবং বিদেশী প্রতিনিধিদেরকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রথম ধাপ হিসাবে আমরা এই যাত্রা ইতোমধ্যে শুরু করেছি। এখন আমরা বেসরকারি খাতের উন্নয়নে পরিবেশ সৃষ্টি এবং যথাযথ নীতি প্রণয়নের মাধ্যমে বিজনেস খরচ কমিয়ে আনার কাজ করছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মনে করি বেসরকারি খাত হচ্ছে প্রবৃদ্ধি অর্জনের চালিকা শক্তি। ফলে আমাদের সরকার বেসরকারি শিল্প স্থাপন এবং বিনিয়োগ পরিবেশ সৃষ্টির বিষয়ে গুরুত্ব দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ বিজনেস সামিট আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে সক্ষম এবং তাদের আলোচনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির অবস্থা তুলে ধরতে সফল হবে।-বাসস