Type to search

কমিউনিটি

বাংলাদেশের সফলতার ভূয়সী প্রশংসা করলেন ব্রিটিশ সংসদ সদস্যরা

অর্থনীতি, আন্তঃধর্মীয় সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বাংলাদেশের গত ১৪ বছরের বিস্ময়কর সফলতায় প্রশংসা করেছেন ব্রিটিশ সংসদ সদস্যরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেলের একটি প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদনের তুলে ধরা বাংলাদেশের বিস্ময়কর সাফল্য নিয়ে ভূয়সী প্রশংসা করেন তারা। হাউস অফ লর্ডসের অ্যাটলি কক্ষে অনুষ্ঠিত এ সভায় শীর্ষ রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত একটি সমন্বিত গ্রুপ, কূটনীতিকরা এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতারা যোগ দেন।

বাংলাদেশে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও কমনওয়েলথের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং কনজারভেটিভ পিয়ার লর্ড পোপট বাংলাদেশের সাফল্যের বিষয়ে জানান, ‘খুব অল্প সময়ে অবিশ্বাস্য সাফল্যের নাম বাংলাদেশ। বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হল বাংলাদেশ।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী জানান, ‘আজ আমরা সত্যিকারের অগ্রগতির পথে রয়েছি। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে মুখ্য ভূমিকা রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা।’

বেথনাল গ্রিন অ্যান্ড বো-এর লেবার এমপি এবং বাংলাদেশে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী বলেন, ‘এই প্রতিবেদন বাংলাদেশের বহু অর্জন তুলে ধরেছে। ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে আমরা সবাই বাংলাদেশের উন্নয়নে সত্যিই গর্বিত।’

এবিসিবি/এমআই

Translate »