Type to search

Lead Story রাজনীতি

ভাষা আন্দোলনের চেতনাকে হত্যা করেছে আ’লীগ

ভাষা আন্দোলনের চেতনাকে আওয়ামী লীগ সরকার সবসময় হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এই ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের চেতনা শুরু। ভাষা আন্দোলন আর স্বাধীনতা যুদ্ধের মূল চেতনাই ছিল বাকস্বাধীনতা ও গণতন্ত্র। আজ ৫১ বছর পরেও দেশে গণতন্ত্র নেই। কেউ বলবে না- গণতন্ত্র আছে। বিশ্বও বলে- বাংলাদেশে গণতন্ত্র নেই।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ আরও বলেন, আজকে মানুষের ভোটের অধিকার নেই। শুধু সংসদ নির্বাচন নয়; স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণ ভোট দিতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণে সরকার হটানোর ১০ দফা দাবির চলমান আন্দোলন সফল করতে জনগণকে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবদুল হাই, কবি মাহবুব হাসান ও আনম ফজলুল হক সৈকত বক্তব্য দেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »