Type to search

আন্তর্জাতিক

এবার হজে যেতে পারবেন দ্বিগুণ ভারতীয়

ভারত থেকে এ বছর এক লাখ ৭৫ হাজার ২৫ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব। প্রতি বছরই সৌদি সরকার কোন দেশ থেকে সর্বোচ্চ কতজন হজে যেতে পারবেন তার একটা কোটা বেঁধে দেয়।

গত বছর করোনার বিধিনিষেধের কারণে সীমিত পরিসরে হজের আয়োজন হয়। তাতে ভারতের মুসলিমদের ৭৯ হাজার জন যেতে পারবেন বলে জানিয়েছিল সৌদি আরব। এর আগে দুবছর বিদেশিদের জন্য হজ বন্ধ রাখা হয়েছিল।

ভারতের লোকসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, ২০২৩ সালে সৌদি আরবের পক্ষ থেকে এক লাখ ৭৫ হাজার ২৫ জন মুসলিম হজে যেতে পারবেন বলে জানানো হয়েছে। কোভিড নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে, ফলে ভারতকে আবার আগের সংখ্যক কোটা ফিরিয়ে দিয়েছে সৌদি আরব।

এবিসিবি/এমআই

Translate »