ফল বর্জনের ঘোষণা হিরো আলমের
জেলা প্রতিনিধিঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নির্বাচন শান্তিপূর্ণ হলেও তাকে অন্যায়ভাবে পরাজিত ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। ফলাফল বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করার কথা তিনি জানিয়েছেন।
হিরো আলম জানান, আমি অশিক্ষিত, আমি এমপি নির্বাচিত হলে আমাকে স্যার ডাকতে হবে। দেশের সম্মান যেতো; তাই ওইসব সাহেবরা আমার ফলাফল পাল্টে দিয়েছেন। নির্বাচিত হলে ওই সাহেবদের দেখিয়ে দিতাম আমিও পারি।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আলোচিত এই ইউটিউবার।
হিরো আলম জানান, আজকে সারাদেশের মানুষ আমার দিকে তাকিয়ে ছিলেন। আমার মনে হয়েছে আমি প্রধানমন্ত্রীর ভোট করছি। তখন গর্বে আমার বুক ভরে গেছে। সবার যে ভালোবাসা পেয়েছি তা ভুলবার নয়। তিনি বিপুল পরিমাণ ভোট পাওয়ার জন্য ভোটার ও বিশেষ করে মিডিয়াকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা না পেলে আজ এ পর্যায়ে আসতে পারতাম না।
এদিকে দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী জেলা জাসদের সহ-সভাপতি একেএম রেজাউল করিম তানসেন বিজয়ী হয়েছেন। ১১২ কেন্দ্রে তিনি পেয়েছেন, ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছেন, ১৯ হাজার ৫৭১ ভোট। নির্বাচনে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন ভোটারের মধ্যে ৭৮ হাজার ৫৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট সংগ্রহের হার ২৩ দশমিক ৯২ শতাংশ।
এবিসিবি/এমআই