Type to search

সারাদেশ

সাতক্ষীরায় অসহায় ভূমিহীনদের মাঝে কম্বল বিতরণ

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সৌজন্যে অসহায় ভূমিহীনদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল ৪ টায় মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কম্বল বিতরণ করা হয়।

সম্প্রতি শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অসহায় পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সেই বিষয়টি বিবেচনা করে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগটি নেয় এমপি রবি। লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা ও পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জয়নুল আবেদন জসি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ওলামালীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ খোরশেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এবিসিবি/এমআই

Translate »