আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৩টি পদক জয় বাংলাদেশের
২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণসহ মোট ১৩টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। এর মধ্যে একটি স্বর্ণ, ২টি রৌপ্য, দু্টি ব্রোঞ্জ এবং আটটি টেকনিক্যাল পদক। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১৪ সদস্যের দল অংশ নেয়। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে গঠন করা হয় আন্তর্জাতিক অলিম্পিয়াডের দল।গত ১২ থেকে ১৫ জানুয়ারি থাইল্যান্ডের ফুকেটে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার খুদে বিজ্ঞানী এতে অংশ নেয়। ১৬ জানুয়ারি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশের হয়ে রোবট ইন মুভি চ্যালেঞ্জ গ্রুপে স্বর্ণপদক অর্জন করে টিম অ্যাফিসিয়েনাদোসের সদস্য মাইশা সোবহান মুনা, সামিয়া মেহনাজ ও মার্জিয়া আফিফা পৃথিবী। রোবট ইন মুভির জুনিয়র গ্রুপে রৌপ্যপদক অর্জন করে রোবোস্পারকার্স টিমের সদস্য জাইমা যাহিন ওয়ারা, মাহরুজ মোহাম্মদ আয়মান ও শবনম খান। এছাড়া ক্রিয়েটিভ ক্যাটাগরি চ্যালেঞ্জ গ্রুপে রৌপ্যপদক অর্জন করে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন তানিশা, সাদিয়া আনজুম পুষ্প ও বি এম হামীম।
রোবট ইন মুভি চ্যালেঞ্জ গ্রুপে ব্রোঞ্জপদক অর্জন করেছে জিরোথ টিমের সদস্য নুসাইবা তাজরিন তানিশা, সাদিয়া আনজুম পুষ্প ও বি এম হামীম। রোবোটাইগার্স টিমের সদস্য নাশীতাত যাইনাহ্ রহমান ও কাজী মোস্তাহিদ লাবিবও ব্রোঞ্জপদক অর্জন করেছে।
এবিসিবি/এমআই