ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজির ৭ যাত্রীর মৃত্যু
জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটো রিকশার ৭ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত্যুর মধ্যে একই পরিবারের বাবা মা ও সন্তান রয়েছে।
আজ শনিবার ৮ আগস্ট বিকাল পৌনে চারটার দিকে ময়মনসিংহ- জামালপুর সড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন ভোটঘরের রায়থোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত ব্যক্তিরা হলেন, মুক্তাগাছার মলাজানীর বাসিন্দা যাত্রী নজরুল ইসলাম (৩৫), মুক্তাগাছার শ্রীরামবাড়ির বাসিন্দা সিএনজির চালক আলাদুল (৩৮)। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার নয়পাড়ার এলাকার একই পরিবারের নুর ইসলাম (৩০) তার স্ত্রী তাসলিমা (২৬) ও মেয়ে লিজা (১৩)। বাকীরা অজ্ঞাত।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী রাজিব পরিবহন নামের বাস মুক্তাগাছাগামী সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৭ জন যাত্রী প্রাণ হারায়।
পুলিশ বাসটির চালক কামাল হোসেনকে আটক করেছে এবং চালক পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা। বাস ও সিএনজি জব্দ করে আনা হয়েছে থানায়।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্ব এঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।