Type to search

খেলাধুলা

দলের সবাই জানে কী করণীয়, ফিক্সিং ইস্যুতে মাশরাফি

বিপিএলের চলতি আসরে উড়ন্ত ফর্মে রয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। টানা চার ম্যাচে চার জয় তুলে নিয়ে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে চলেছে সিলেট। সিলেটকে থামানোর যেন কোনো দলই নেই এবারের বিপিএলে।

মাঠের খেলায় ছুটতে থাকা সিলেটে হঠাৎ করেই ফিক্সিংয়ের কালো ছায়া। সিলেটের এক পরিচালক নাকি ইতোমধ্যেই প্রস্তাব পেয়েছেন ম্যাচ পাতানোর জন্য। এমন গুঞ্জনে এখন সরগরম মিরপুরের ক্রিকেটপাড়া।

এদিকে, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে জানানো হয়েছে বলেও জান গেছে।

মঙ্গলবার ঢাকা ডমিনেটরসকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেওয়ার পর এই বিষয়ে কথা বলেছেন সিলেটের অধিনায়ক মাশরাফি।

আকসুর পক্ষ থেকে কোনো ধরনের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এখানে যারা খেলছে, এমন একজন প্লেয়ার বলতে পারবে না যে এ সম্বন্ধে জানে না। এখানে সাবধানতার কিছু নাই। যে জানে না বলবে, সেই মিথ্যা কথা (বলছে)। তাই না? তো এখানে সাবধানতার কিছু নাই।’

দেশসেরা এই অধিনায়ক আরও বলেন, ‘পরিচালককে বলেছে কি না, সে পরিষ্কারভাবে বলতে পারবো। আকসুকে যদি বলে না থাকে, তাহলে অন্য বিষয়। আর বললে খুব ভালো। তো স্বাভাবিক বিষয়, যদি তাদের কাছে কিছু এসে থাকে, আকসুকে বলবে। তবে আমার মনে হয় দলের সবাই জানে করণীয় কী।’

এবিসিবি/এমআই

Translate »