Type to search

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩ কোটি মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের জোয়ানরা তিন কোটি ১ লাখ টাকা মূল্যের ৩০১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ আমড়া এলাকার মাঠ থেকে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মূর্তিটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন জানান, আমড়া সীমান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীপাড়ার দক্ষিণ পার্শ্বে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজে একটি উঁচু ঢিপির মাটি কাটার সময় মূর্তিটি আবিষ্কার হয়। মাটি খননের সময় স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি বিজিবি ও থানা পুলিশকে জানালে বিজিবি সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, মূর্তির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বিজিবি সদস্যরা মূর্তিটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে।ফুলবাড়ীতে তিন কোটি মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আলমগীর কবির জানান, জনপ্রতিনিধি, থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে আমড়া সীমান্ত এলাকা থেকে ৩০১ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছি। মূর্তিটির আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ টাকা।

এবিসিবি/এমআই

Translate »