সিনহার মৃত্যু একটি বিচ্ছিন্ন ঘটনা এ নিয়ে ২ বাহিনীর মধ্যে চিড় ধরবে না
পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মৃত্যু হওয়ার ঘটনায় কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
বুধবার ( ৫ আগস্ট) দুপুরের দিকে তারা কক্সবাজারে পৌছান। কক্সবাজারের সেনাবাহিনীর বাংলো জলতরঙ্গে সংবাদ সম্মেলনে তারা এই রহস্যজনক ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। তারা সেই সঙ্গে জোর দিয়ে বলেন, এতে করে ২ বাহিনীর মধ্যে কোন ধরনের ফাঁটল ধরবে না।
জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। যে ঘটনা ঘটেছে, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী মর্মাহত।অবশ্যই আমি আপনাদের মাধ্যমে যে মেসেজ দিতে চাই, তা হলো এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখতে চাই।’
সেনাপ্রধান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে একটি ‘জয়েন্ট ইনকোয়ারি টিম’ (যৌথ তদন্ত দল) গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মাকে ফোন করে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। তাঁর কথার ওপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর বিশ্বাস আছে। যে যৌথ তদন্ত দল গঠিত রয়েছে, তার ওপরও ২টি বাহিনীই আস্থাশীল।
পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ আধুনিক গণতান্ত্রিক দেশ এবং এখানে আইনের শাসন আছে। সংবাদমাধ্যম গুলো সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বিচার বিভাগের স্বাধীনতা আছে। এ বিচ্ছিন্ন ঘটনা নিয়ে অনেকে উসকানিমূলক কথা বলার চেষ্টা করছেন। উসকানি দিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না।