Type to search

Lead Story আন্তর্জাতিক

ইউক্রেন সংকটে মার্কিন-রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিরল ফোনালাপ

ইউক্রেন ইস্যুতে বিরল এক টেলিফোন আলাপে যুক্ত হয়েছিলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা। গতকাল শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন নিজেদের মধ্য ফোনে কথা বলেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই দুই শীর্ষ কর্মকর্তা কী আলোচনা করেছেন, সে বিষয়ে কোনো পক্ষ থেকেই কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। উভয় পক্ষই জানিয়েছে, তারা ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেছেন।

পেন্টাগণের প্রেস সচিব প্যাট রাইডার বিবিসকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘যোগাযোগের পথ খোলা রাখতে আগ্রহী’। তিনি বলেন, মে মাসে এই দুই প্রতিরক্ষামন্ত্রীর মধ্য কথা হয়েছে। তাই লয়েড অস্টিন আজ শনিবার আবার শোইগুর সঙ্গে যোগাযোগের সুযোগটি নিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক নিরাপত্তার বর্তমান পরিস্থিতিসহ, ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর এটি এ ধরনের দ্বিতীয় ফোনালাপ। এর আগে সর্বশেষ গত ১৩ মে এ দুই মন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সে সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রুশ প্রতিরক্ষামন্ত্রীকে অবিলম্বে ইউক্রেনে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন।

দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার এই ফোনালাপ এমন এক সময়ে হলো, যার কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত করেছিলেন ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশের কর্মকর্তাদের বিশ্বাস, পুতিন এমন কোনো পদক্ষেপ নেবেন না।

এবিসিবি/এমআই

Translate »