Type to search

শিক্ষা সারাদেশ

রংপুরে স্কুল কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু, ওসিসহ আহত ২৫

জেলা প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সুমন ইসলাম ওরফে আকাশ (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়ে। এ সময় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয়রা বলেন, খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন ঘিরে গতকাল সকাল থেকে প্রধান শিক্ষক নুরন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলামের গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে সুমন ইসলাম ওরফে আকাশ নামে অষ্টম শ্রেনীর এক ছাত্র গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয়। এসময় সংঘর্ষে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়ালকেওপ্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে সেখান থেকে ওসি আবদুল আউয়ালকে সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি  পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্রের মৃত্যুর ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসী।

পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান জানান, দু’গ্রুপের সংঘর্ষে থানার ওসি, ২ এসআই এবং এক কনস্টেবল সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এবিসিবি/এমআই

Translate »