Type to search

অপরাধ

মাদারীপুরে অচেতন করে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ-rape-এবিসিবি নিউজ-abcb news

জেলা প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলায় তার প্রেমিকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাত ১১টার দিকে মাদারীপুর সদর থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত সজীব সরদার (২২) সদর উপজেলার স্বনির্ভর ছিলারচর গ্রামের আশরাফ সরদারের ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, ব্যবহারিক পরীক্ষার খাতা দেখাতে রোববার দুপুরে বিদ্যালয়ে আসে ওই ছাত্রী। এ সময় প্রেমের সম্পর্কের সুবাদে সজীব কৌশলে ছাত্রীকে শহরে নিয়ে আসে। পরে বিয়ের কথা বলে শহরের পুরান বাজার এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। বিকেলে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে বলে অভিযোগ মেয়েটির। এতে শিক্ষার্থীর প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থা গুরুতর দেখে এক পর্যায়ে রাত ৯টার দিকে শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করে সজীব। কিন্তু ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল থেকে সটকে পড়ে। এ ঘটনার বিচার দাবি করেছেন মেয়েটির স্বজন ও এলাকাবাসী।

এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, শিক্ষার্থীর ধর্ষণের আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তার ওয়ানস্টপ ক্রাইসিস সেলে চিকিৎসা চলছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

এবিসিবি/এমআই

Translate »