Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত শুক্রবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং গত বৃহস্পতিবার আক্রান্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে শনাক্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এবিসিবি/এমআই

Translate »