Type to search

Lead Story রাজনীতি

রাজনীতি: বরিশালের এমপি পঙ্কজ নাথকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশালে-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ।

রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিবিসি বাংলাকে বলেছেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বরিশালের উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।”

রবিবার পঙ্কজ নাথকে অব্যাহতির ওই চিঠি পাঠানো হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে। পঙ্কজ নাথ ছাড়াও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসের কাছে কপি পাঠানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, ”প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় অন্যান্য সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।”

এ বিষয়ে ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে লিখিত জবাব দেয়ার জন্য পঙ্কজ নাথকে বলা হয়েছে।

পঙ্কজ নাথ বিবিসি বাংলাকে বলেছেন, ”আমি নোটিশ পেয়েছি। আপাতত এর বেশি বলতে চাই না।”

পঙ্কজ নাথ বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর বাইরে তিনি দলীয় অন্য কোন পদে ছিলেন না বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।

নাম না প্রকাশের শর্তে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগে গ্রুপিং তৈরি করা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, নেতা-কর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টির মতো অভিযোগ উঠেছিল পঙ্কজ নাথের বিরুদ্ধে।

বিশেষ করে হিজলা-মেহেন্দিগঞ্জে পঙ্কজ নাথের প্রশ্রয়ে আওয়ামী লীগের মধ্যে একাধিক গ্রুপ তৈরি হয়েছিল। সেসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা,পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের অভিযোগ রয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে।

ক্যাসিনো বিরোদী অভিযানের মাধ্যমে অনেক প্রভাবশালী নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল আওয়ামী লীগ

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,ক্যাসিনো বিরোদী অভিযানের মাধ্যমে অনেক প্রভাবশালী নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছিল আওয়ামী লীগ

এমনকি সর্বশেষ গত ২৮শে অগাস্ট মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুটি গ্রুপের একটি একপক্ষকে হাসপাতালের ভেতরে ঢুকে মারধর ও জখম করে। হামলাকারীরা পঙ্কজ নাথের অনুসারী বলে অভিযোগ রয়েছে। নেতাকর্মীদের একটি অংশ তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল।

তবে পঙ্কজ নাথ বলেছিলেন, তিনি স্থানীয় রাজনীতির শিকার।

তবে অব্যাহতি দেয়া হলেও পঙ্কজ নাথের সংসদ সদস্যপদ বহাল থাকবে। কারণ আইন অনুযায়ী দল থেকে বহিষ্কার করা না হলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট না দিলে সংসদ সদস্যপদ খারিজ হয় না।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক থাকার সময় পঙ্কজ নাথ ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১২ সাল থেকে তিনি ওই পদে ছিলেন।

কিন্তু কাসিনো বিরোধী অভিযান শুরুর পর ২০১৯ সালের ৩১শে অক্টোবর তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি তাকে সাংগঠনিক কর্মকাণ্ড বা সম্মেলনের কাজ থেকেও বিরত থাকতে নির্দেশ দেয়া হয়।

বিবিসি

Translate »