Type to search

সারাদেশ

বাংলাবান্ধা এক্সপ্রেসের লাইনচ্যুত, সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

রেলের ১৫০ কোচ

জেলা প্রতিনিধিঃ রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস আড়ানী স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সাথে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আড়ানী স্টেশনের কাছেই ট্রেনটি লাইনচ্যুত হয়।

রাজশাহী স্টেশনের ব্যবস্থাপক রেজাউল করিম জানান, রাত সোয়া ৯টার দিকে রাজশাহী থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্য ছেড়ে যায়। ট্রেনটি সারদা স্ট্রেশনে প্রবেশের সময় পেছনের ৬টি চাকা লাইনচ্যুত হয়।

তিনি বলেন, রিলিফ ট্রেন ডাকা হয়েছে। সেটি এসে বাংলাবান্ধা এক্সপ্রেসকে উদ্ধার করার পর আবারও ট্রেন চলাচল শুরু হবে। তবে কতক্ষণ সময় লাগবে তা বলা যাচ্ছে না। সময় লাগবে।

রাজশাহী স্টেশনের ব্যবস্থাপক বলেন, এ দুর্ঘটনার ফলে রাত ১১টা ২০ মিনিটের ধুমকেতু এক্সপ্রেস সঠিক সময়ে ছাড়া সম্ভব হবে না। লাইন পরিস্কার হলে ট্রেনটি ছাড়া হবে।

এবিসিবি/এমআই

Translate »