জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোরা এলাকার একটি মাঠে বজ্রপাতে ১০ জন মারা গেছেন।
নিহতরা হলেন-উপজেলার শিবপুর গ্রামের মোবারক (৪০), আফসার আলী (৬৩), মোন্নাফ হোসেন (১৮), শাহীন আলী (২১), শমসের আলী (৬০), জান্নাতি (১২) ও নদী (১০) এবং মাটিকোরা গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলাম (৪২) ও রিতু খাতুন (১৪)। আহতদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কৃষক।
উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তারা মাঠে ধানের চারা তুলছিল। এই সময় বৃষ্টি শুরু হলে শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন সবাই। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিসিবি/এমআই