শ্বাসরুদ্ধকর ম্যাচে ফাইনালে পাকিস্তান, বিদায় ভারত-আফগানিস্তান

‘এশিয়া কাপের আলাদা ঐতিহ্য আছে। এটা বিশ্বকাপের প্রস্তুতির আসর নয়।’ কথাটা কিউই কিংবদন্তি স্টইরিসের। আসরের ঐতিহ্য-গুরুত্বপূর্ণ-লড়াই কতোটা প্রকট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচেই তা দেখা গেছে।
আসরের সেরা ম্যাচ উপহার দিয়েছেন শাদাব খান-ফারুকিরা। সেখানে আফগানদের ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। অন্যদিকে এক ম্যাচ থাকতে আসর থেকে বিদায় লেখা হয়ে গেছে আফগানিস্তান ও ভারতের। নিশ্চিত হয়েছে আসরের আয়োজন শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনালও।
টস হেরে ব্যাট করে ৬ উইকেটে ১২৯ রান তোলে আফগানিস্তান। লক্ষ্য বড় নয়। কিন্তু শারজাহর ধীর উইকেটে শুরুর ৪৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন রশিদ খান-ফজল হক ফারুকি।
ম্যাচ জমিয়ে তোলেন পাকিস্তানের ইফতিখার-শাদাব খানও। তারা ৪৩ রানের জুটি গড়ে ম্যাচ প্রায় বের করে নেন। শাদাব খেলেন ২৬ বলে ৩৬ রানের ইনিংস। ইফতিখার করেন ৩৩ বলে ৩০ রান।
কিন্তু পরেই শারজাহয় উইকেট বৃষ্টি শুরু হয়। ৯৭ রানে পাঁচ উইকেট এবং ১১০ রানে ৮ উইকেট হারায় পাকিস্তান। তবু টিকে ছিলেন ফিনিশার আসিফ আলী। তিনিও ১৯তম ওভারে আউট হন ৮ বলে ১৬ রান করে।
শেষ ওভারে ১১ রান দরকার পাকিস্তানের। হাতে উইকেট মাত্র একটি। কিন্তু তরুণ পেসার নাসিম শাহ ভয় না করে ব্যাট চালান। ম্যাচের সেরা বোলার ফারুকির বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন।
এর আগে আফগানদের হয়ে ব্যাট হাতে ওপেনার রহমানুল্লাহ খেলেন ১৭ রানের ইনিংস। জাজাই করেন ২১ রান। তিনে নামা ইব্রাহিম জাদরান ৩৫ রান যোগ করেন। এছাড়া করিম জানাত ১৫ ও রশিদ খান ১৮ রানের ইনিংস খেলেন।
ম্যাচে আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রশিদ খান-ফারুকি। রশিদ ৪ ওভারে ২৫ রানে নেন ২ উইকেট। শেষ দুই ছক্কা খাওয়ার আগে ফারুকি ৩ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ফরিদ আহমেদ ৪ ওভারে ৩১ রানে নেন ৩ উইকেট। পাকিস্তানের হয়ে হ্যারিস রউফ ২৬ রানে নেন ২ উইকেট। নাসিম ১ উইকেট পেলেও ৪ ওভারে দেন মাত্র ১৯ রান।
এবিসিবি/এমআই