Type to search

শিক্ষা সারাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে কামারের মোড়ের আজিজুল হক ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষার্থীর নাম শাহনাজ আক্তার (মুন্নি)। বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টা থেকে শাহনাজের রুমের দরজা বন্ধ ছিল। শুরুতে তারা ভেবেছিলেন তিনি হয়তো ঘুমাচ্ছেন। পরে দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় তাকে তার মেসের বান্ধবীরা রাত সাড়ে ৮টায় দরজায় নক করলেও কোনো সাড়া দেননি তিনি। ব্যাপারটি সন্দেহজনক মনে হলে তারা জানালা দিয়ে দেখার চেষ্টা করলে সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পুলিশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভাগীয় প্রধানের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে সাথেই প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ নামায়। সব ফরমালিটি পূরণের জন্য পুলিশকে বলা হয়েছে।

’বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ইজার আলী জানান, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থলে যাই। যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মেস মালিক সমিতির সভাপতি ও অন্যদের উপস্থিতিতে দরজা ভেঙে শাহনাজের ঝুলন্ত মরদেহ নামানো হয়। ওই শিক্ষার্থীর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনানুগ পরবর্তী কাজ সম্পন্ন করা হবে।’

এবিসিবি/এমআই

Translate »