Type to search

খেলাধুলা

হংকংকে রেকর্ড রানে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে মাত্র ৩৮ রানে অলআউট করে দিয়েছে পাকিস্তান। তুলে নিয়েছে ১৫৫ রানের বিশাল জয়। আসরের ৪র্থ দল হিসেবে নাম তুলেছে সুপার ফোরে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হংকং। ওপেনার ও অধিনায়ক বাবর আজমকে (৯) শুরুতে ফেরালেও দ্বিতীয় উইকেটে পাকিস্তান ১১৬ রানের জুটি গড়ে। তিনে নামা ফখর জামান ৪১ বলে দুই ছক্কা ও তিন চারে ৫৩ রান করেন।

চারে নামা খুশদীল শাহ ১৫ বলে পাঁচ ছক্কায় খেলেন ৩৫ রানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনি ৫৭ বলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান তোলেন। পাকিস্তান ২ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ পায়।

জবাব দিতে নেমে হংকং লেগ স্পিনার শাদাব খান ও মোহাম্মদ নওয়াজের বোলিং তোপে পড়ে। শাদাব ২.৪ ওভারে ৮ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। নওয়াজ ২ ওভার হাত ঘুরিয়ে ৫ রান দিয়ে নেন ৩ উইকেট। হংকং ১০.৪ ওভারে অলআউট হয়। দলের কেউ দশ রানের ঘরে ঢুকতে পারেনি।

এবিসিবি/এমআই

Translate »