কক্সবাজারের চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ীর মৃত্যু, ওসিসহ আহত ৪
জেলা প্রতিনিধিঃ ইয়াবার একটি বড় চালান হাতবদল করার সময় কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়ার পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৪ হাজার পিস ইয়াবা, ৭ রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় থানার ওসিসহ চার পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার রাত পৌনে দেড়টার দিকে বরইতলী নতুন রাস্তার মাথা এলাকা থেকে জাহেদা বেগম ও মোজাফ্ফর আহমদ নামের ২জন মাদক কারবারিকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তথ্য দেয়, একই রাতে বানিয়ারছড়া পাহাড়ি এলাকায় হাতবদল হবে ইয়াবার একটি বড় চালান। পুলিশ সেখানে অভিযানে যায়। অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশ আত্মরকক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ৩জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে পৃথক ৩টি মামলা করা হয়েছে।
তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধের’ সময় আহত হন থানার ওসি মো. হাবিবুর রহমান, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম, কনষ্টেবল সাজ্জাদ হোসেন এবং মো. সবুজ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত পুলিশ সদস্যদের ভর্তি করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীদের নাম এখনও জানা যায়নি।