Type to search

Lead Story রাজনীতি

ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও ভর্তি করা হয়েছে হাসপাতালে। গতকাল রবিবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন হাসপাতালে থাকবেন তিনি বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি বেগম জিয়া। রাত পৌনে ৮টার দিকে তার নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। সেখানে করা হয় তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা।

এসময় উপস্থিত ছিলেন তার সাথে ভাই শামীম এস্কান্দর, কানিজ ফাতেমা, মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ডা. আব্দুল্লাহ আল মামুন, যুবদল সভাপিতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ কয়েক হাজার নেতাকর্মী।

এর আগে গত ২২ আগস্ট বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান বেগম জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে যান।

এবিসিবি/এমআই

Translate »