তিন লক্ষ বেকারকে চাকরি দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা সোনু সুদ
পর্দার খল নায়ক হলেও বলিউড অভিনেতা সোনু সুদ বাস্তবের নায়কের পরিচয় দিয়েছেন এই ভয়াবহ করোনাকালে। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।
আটকেপড়া অভিবাসীদের ফিরিয়ে এনেছেন দেশে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, করোনাযোদ্ধা ও অসহায় গরীব মানুষকে নিজের সাধ্যানুযায়ী সাহায্য করেছেন, স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের বিলাসবহুল হোটেল ছেড়ে দিয়েছেন তিনি। বলা চলে করোনার এই সময়ে হয়ে উঠেছেন সবার হিরো তিনি।
এই সোনু সুদ এবার ঘোষণা দিলেন ৩ লাখ মানুষকে চাকরির সুযোগ করে দেবেন বলে তিনি। গতকাল ৩০ জুলাই এ অভিনেতার জন্মদিন। বিশেষ এইদিনে করোনা সংকটকালে বেকার হয়ে পড়া মানুষের জন্য তিনি এই সুখবর দিলেন।
টুইটারে সোনু সুদ লিখেছেন, ‘জন্মদিনের বিশেষ মুহূর্তে আমার প্রবাসী ভাইদের জন্য প্রবাসী রোজগার ডটকমে আমার কনট্রাক্টে চাকরির ব্যবস্থা হবে ৩ লাখ। সবগুলোতেই ভালো বেতন, ইএসআই, পিএফ এবং অন্য সুবিধা আছে। এইপিসি, আরবান কো, সিআইটিআই, কুয়েস করপোরেশন, ট্রিডেন্ট, অ্যামাজন, সোডেক্স, পোর্শিয়া এবং অন্য সবাইকে ধন্যবাদ।’
শুধু তাই নয়, ‘প্রবাসী রোজগার’ ওয়েবসাইটের মাধ্যমে আগামী পাঁচ বছরে সোনু সুদ দুই কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করতে চান। এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ভারতের বিভিন্ন স্থানে কাজের সন্ধান পাবেন চাকরি প্রার্থীরা। শুধু তাই নয়, চাকরি প্রার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করছেন তিনি। তার এই মহৎ উদ্যোগে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন।