Type to search

রাজনীতি

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে বিকালে

খালেদা জিয়া-এবিসিবি নিউজ-abcb news

শারীরিক চেকআপের অংশ হিসেবে আজ সোমবার (২২ আগস্ট) বিকেলে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত ডাক্তার অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাতে এসব কথা জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জাহিদ হোসেন জানান, ‘মেডিক্যাল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আজ বিকালে ম্যাডাম এভারকেয়ার হাসপাতালে যাবেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই হাসপাতালে যাচ্ছেন তিনি।’

জানা গেছে, বিকেল ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হবেন বেগম জিয়া। সেভাবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »