কুয়েতে প্রবাসীদের ফ্যামিলি-ভিজিট ভিসা স্থগিত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতে বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পরিবার এবং ভিজিট ভিসা স্থগিত করা হয়েছে।
কুয়েতের ৬টি বিভাগ আল আসমাহ, আল জাহরা, হাওয়ালি, ফারওয়ানিয়াহ, মুবারক আল কাবীর ও আল আহমাদীর রেসিডেন্সি অ্যাফেয়ার ডিপার্টমেন্টকে মৌখিক এ নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ অব্যহত থাকবে।
শুধুমাত্র ডাক্তার এবং ইউরোপীয় নাগরিক যারা অনলাইনে ভিসার জন্য আবেদন করেন তারা এ সিদ্ধান্ত থেকে বাদ পড়বেন। এছাড়া ইতোমধ্যে যাদের পারিবারিক ভিসা দেওয়া হয়েছে তারা এই নতুন নির্দেশের আওতায় আসবেন না।
নতুন পদ্ধতি এবং শর্তাবলী নিয়ে কাজ চলছে। কাজ শেষ হলেই আবার খুলে দেওয়া হবে ফ্যামিলি এবং ভিজিট ভিসা।
সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতে মোট জনসংখ্যা সাড়ে ৪ মিলিয়নের উপরে। দেশটির মোট জনসংখ্যার ৬৮ শতাংশ বিভিন্ন দেশের প্রবাসী। মোট জনসংখ্যার ৬ ছয় শতাংশ নিয়ে প্রবাসীদের মধ্যে তৃতীয়ে আছে বাংলাদেশ। দেশটিতে বর্তমানে দুই লক্ষ ৭০ হাজারের মত প্রবাসী বাংলাদেশি আছেন।
এবিসিবি/এমআই