লঘুচাপে বঙ্গোপসাগর উত্তাল, ৩ নম্বর সংকেত বহাল

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া দুবলার চরে আশ্রয় নিয়েছেন জেলেরা। এদিকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত থেকেই দুবলার চরে প্রচণ্ড ঝড় হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, গত রাত থেকেই দুবলার চরে প্রচণ্ড ঝড় হচ্ছে। সেইসাথে প্রচুর বৃষ্টিপাতও রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া দুবলার চরে আশ্রয় নিয়েছেন জেলেরা। চরের ভেদাখালী খালে ৫৪টি ট্রলার নিরাপদে রয়েছে বলেও তিনি জানান।
উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের কারণে শুক্রবারও মোংলা বন্দর, সাগর-সুন্দরবন উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হচ্ছে, কিন্তু এটি নিম্নচাপে রূপ নেয়ার সম্ভাবনা কম। লঘুচাপে সৃষ্ট মেঘমালায় বৃষ্টিপাত হয়ে এটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকা জুড়ে আরও ২ থেকে ৩ দিন বৈরী আবহাওয়া বিরাজ করবে বলেও জানান তিনি।
এবিসিবি/এমআই