Type to search

কমিউনিটি

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের উত্তর কামালাবাজ এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

প্রবাসী সামাদ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নিহতের বড়ভাই মিজান মিয়া।

নিহতের পরিবারের স্বজনরা বলেন, নিহত আব্দুস সামাদ দীর্ঘ পাঁচ বছর যাবত মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করছেন। গতকাল রোববার সরকারি ছুটি থাকায় বাংলাদেশ সময় ভোর ৭টায় শখের বসে জাল নিয়ে সমুদ্রের তীরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল। মাছ ধরতে যাওয়ার পথে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত সামাদের আগামী মাসে বাড়িতে আসার কথা ছিল। তার মৃত্যুর খবর তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এবিসিবি/এমআই

Translate »