Type to search

Lead Story আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে নয় জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮জনই নারী শ্রমিক, বাকি ব্যক্তি অটো চালক।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজ্যের বীরভূম জেলার মল্লারপুর থানার মেটেলডাঙা গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনার পরেই বাসের চালক ও খালাসি পলাতক।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে মাঠে চাষের কাজ সেরে একটি অটোতে চড়ে রামপুরহাট থানার পারকান্দি গ্রামে ফিরছিলেন আটজন শ্রমিক। তাদের মধ্যে আট জন মহিলা শ্রমিক ছিলেন। অটো রামপুরহাটের দিকে আসছিল। সে সময় সিউড়িমুখী একটি দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস ওভারটেক করতে গিয়ে অটোতে ধাক্কা মারে। এতে দুমড়েমুচড়ে যায় অটো। ছড়িয়ে ছিটিয়ে রাস্তার উপর পরে থাকে অটো যাত্রীরা। তাদের উপর দিয়ে বাস চলে যায়। ঘটনাস্থলে চালক সীতারাম হেমরম (২১) ও আট নারী শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে যশোমতী হেমরম (৫০) হাপান কালী বেসরা (৩০) পরিচয় এখন পর্যন্ত পাওয়া গিয়েছে।

মৃত অটো চালকের বাবা সিরু হেমরম বলেন, প্রতিদিন ভোরের দিকে ছেলে অটো নিয়ে মল্লারপুরের কাছে গৌরবাজার যায় নারীদের নিয়ে। সেখানে চাষের কাজ করে তারা। বিকেলে কাজ শেষ হলে পুনরায় তাদের অটোতে নিয়ে বাড়ি ফেরে। এদিন ভোর ৪টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিল। ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। আমি এলাকার একটি রাইস মিলে কাজ করি। খবর পেয়ে ছুটে এসে দেখি ছেলের মরদেহ। ছেলেকে প্রথমে চিনতে পারিনি। পোশাক দেখে ছেলেকে চিনতে হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, বাসটি মিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আমরা ঘটনার তদন্ত করছি।

এবিসিবি/এমআই

Translate »