জ্বালানি তেলের দাম বৃদ্ধি: সিলেটে বিক্ষোভ

জেলা প্রতিনিধিঃ জ্বালানি তেলের দাম বৃদ্ধির সংবাদে সিলেটের নগরীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পগুলোতে জটলা চলছে। কোন কোন স্থানে বিক্ষোভও করছে সাধারণ জনগণ।
প্রায় প্রত্যেকটি পাম্পে গাড়ি ও মোটর সাইকেল চালকদের উপচে পড়া ভিড়। সুযোগে অধিক লাভের আশায় রাত ১০টা থেকে পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেন সিলেটের কতিপয় অসাধু জ্বালানি তেল ব্যবসায়ীরা।
আবার অনেকে ১০০ টাকা লিটারে বিক্রি করেন পেট্রল। শুক্রবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কদমতলি এলাকার সিএনজি ফিলিং স্টেশনে এ চিত্র দেখা গেছে। তেলের দাম বাড়িয়ে বিক্রির পায়তারায় ক্ষুব্ধ হয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছেন গ্রাহকরা। এসময় তাদের টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। রাত পৌনে ১২টার দিকে সড়ক অবরোধ অব্যাহত ছিলো ও বিক্ষোভ চলছিলো ক্ষুব্ধ গ্রাহকদের।
এতদিন ডিজেল ও কিরোসিন প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল।
এবিসিবি/এমআই