Type to search

Lead Story আন্তর্জাতিক

সরাসরি যুদ্ধে জড়িত হয়েছে আমেরিকা

রাশিয়া দাবি করেছে ইউক্রেন যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর ডেপুটি হেড ভাদইয়াম স্কিবিটস্কি যুক্তরাজ্যের একটি গণমাধ্যমের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে জানান, হিমার্স রকেট লঞ্চার দিয়ে রাশিয়ার সেনা স্থাপনার ওপর হামলা করতে যুক্তরাষ্ট্র তথ্য ও প্রযুক্তিগত সহায়তা করছে।

তিনি আরও বলেন, হামলা চালাতে যুক্তরাষ্ট্র স্যাটেলাইটের ছবি ও তাৎক্ষণিক তথ্য দিয়েছে এবং হামলার আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সঙ্গে ইউক্রেনের গোয়েন্দাদের আলোচনা হয়েছে।

ইউক্রেনের উচ্চপদস্থ গোয়েন্দ কর্মকর্তার এমন স্বীকারোক্তির পর রাশিয়া দাবি করল যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িত হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই সাক্ষাৎকার দেখিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত, যদিও তারা বার বার বলেছে, তারা শুধুমাত্র অস্ত্র সরবরাহই করছে। কারণ রাশিয়ার সঙ্গে আমেরিকা সরাসরি দ্বন্দ্বে জড়াতে চায় না।

বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, দোনবাস ও অন্যন্য জনবহুল অঞ্চলে কিয়েভ যেসব রকেট হামলা চালিয়েছে, যার কারণে অনেক বেসামরিক লোক মারা গেছেন, তার জন্য জো বাইডেন প্রশাসন সরাসরি দায়ী।-দ্য গার্ডিয়ান

এবিসিবি/এমআই

Translate »