আমেরিকায় বাড়ছে মাঙ্কিপক্স, সান ফ্রান্সিসকোয় জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে মাঙ্কিপক্স শনাক্তের হার বাড়ছে। সেখানে ভ্যাকসিন জাতীয় ঘাটতি দেখা দেওয়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। সান ফ্রান্সিসকো জনস্বাস্থ্য বিভাগের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত চার হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছেন এই রোগে, যাদের মধ্যে এক হাজার ২৪৭ জন নিউ ইয়র্কের, ২৬১ জন সান ফ্রান্সিসকো শহরের।
শুক্রবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাসটি রাজ্যজুড়ে জনস্বাস্থ্যের জন্য একটি আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা প্রসঙ্গে মেয়র লন্ডন ব্রিড জানান, এই রোগের ঝুঁকি কম। পহেলা আগস্ট থেকে রোগটি প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহে সহায়তা করা হবে। কোভিডের প্রথমদিকে সান ফ্রান্সিসকো দেখিয়েছিল যে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক পদক্ষেপ কতটা অপরিহার্য।
এখন পর্যন্ত সান ফ্রান্সিসকো আট হাজার ২০০টি ডোজ জিনিওস ভ্যাকসিন পেয়েছে, যা মাঙ্কিপক্সের বিরুদ্ধে সেরা ভ্যাকসিন। তবে কর্মকর্তারা প্রাথমিকভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের দেওয়ার জন্য ৩৫ হাজারর ডোজের জন্য অনুরোধ করেছিলেন।
এর আগে ২৩ জুলাই আফ্রিকার বাইরেও আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এবিসিবি/এমআই