Type to search

Lead Story অপরাধ সারাদেশ

সাবেক ওসি প্রদীপের ২০ ও স্ত্রীর ২১ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধিঃ অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহুল আলোচিত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে ২০ বছর ও তার স্ত্রী চুমকিকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন প্রদীপ ও চুমকি।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, আদালত প্রদীপ কুমার রায়কে ২০ বছর এবং তার স্ত্রী চুমকিকে ২১ বছর কারাদণ্ড দেন। একই সাথে প্রদীপের ঘুষের টাকায় চুমকির নামে নেওয়া কোটি টাকার বাড়ি, গাড়ি ও ফ্ল্যাট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেন আদালত।

এবিসিবি/এমআই

Translate »